Logo
Logo
×

শিক্ষাঙ্গন

আইন সংশোধনের দাবিতে সচিবকে স্মারকলিপি

কারিগরি বোর্ডের অধীনে পরিচালিত মেডিকেল টেকনোলজি ও নার্সিং কোর্স বন্ধের দাবি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৬ এএম

কারিগরি বোর্ডের অধীনে পরিচালিত  মেডিকেল টেকনোলজি ও  নার্সিং কোর্স বন্ধের দাবি

ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষাবোর্ডের অধীন পরিচালিত মেডিকেল টেকনোলজি ও নার্সিং কোর্স বন্ধের উদ্যোগ নিতে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবকে স্মারকলিপি দিয়েছে নার্স-মেডিকেল টেকনোলজিস্ট ঐক্য পরিষদ। 

এতে আগের মতো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এককভাবে এই কোর্সগুলো পরিচালনার লক্ষ্যে কারিগরি শিক্ষা বোর্ড আইন-২০১৮ এর দু’টি তফসিল সংশোধনের দাবি তুলে ধরা হয়েছে।

ঐক্য পরিষদের আহ্বায়ক ও স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব আলমাছ আলী খানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে সচিবের সঙ্গে নেতারা সাক্ষাৎ করেন। এ সময় সিনিয়র নেতা সেলিম মোল্লা, আসাদুজ্জামান জুয়েল, আওলাদ হোসেন, শফিকুল ইসলাম, শেখ সাদী ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বর্তমানে উল্লিখিত কোর্স দুটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি কারিগরি বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত হচ্ছে। এতে প্রতিষ্ঠান তদারকি, একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং সর্বোপরি মান ধরে রাখার ব্যাপারে আপত্তি ওঠে।

এমন অবস্থায় কারিগরি বোর্ডের পরিবর্তে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সংশ্লিষ্ট অধিদফতর বা সংস্থার মাধ্যমে কোর্স পরিচালনার দাবি ওঠে। এ নিয়ে উচ্চ আদালতে মামলা পর্যন্ত হয়। এ নিয়ে আদালতের নির্দেশনা আছে। এ ছাড়া এ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত এবং সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশও আছে।

উদ্ভূত পরিস্থিতিতে গত ১০ ফেব্রুয়ারি কারিগরি শিক্ষা বোর্ড এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত, হাইকোর্ট বিভাগের রায় এবং ৯ ফেব্রুয়ারি বোর্ডের পরিচালনা পর্ষদের ১৬৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল টেকনোলজি ও নার্সিং কোর্সসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ’ বিভাগে ন্যস্ত করার বিষয়ে বলা হয়।

ঐক্য পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, বিগত ১৫ বছর ধরে কারিগরি বোর্ডের অধীন চিকিৎসা বিজ্ঞানসংক্রান্ত এই দুটি কোর্স পরিচালিত হয়ে আসছিল। এটি সমীচীন নয়। এ কারণে ওই বোর্ডের পরিবর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কোর্স পরিচালনার ব্যাপারে সব ধরনের সিদ্ধান্ত ও নির্দেশনা আছে। 

কিন্তু এই নির্দেশনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা হচ্ছে ২০১৮ সালের কারিগরি শিক্ষা বোর্ড আইন। আইনের তফসিল ১-এর (১ঞ) এবং ৪-এর (৪ক, ৪ঘ) এ বর্ণিত শব্দগুলো বিলুপ্ত না করলে ভবিষ্যতে যে কেউ ওই বোর্ডের অধীনে প্রতিষ্ঠান চালু করতে পারবে।

পাশাপাশি বিদ্যমান প্রতিষ্ঠানও বন্ধ হবে না। তাই এ ব্যাপারে পদক্ষেপ নিতে তারা কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবকে স্মারকলিপি দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ যুগান্তরকে বলেন, দুটি কোর্সের বিষয় নার্স ও টেকনোলজিস্ট নেতৃবৃন্দের সঙ্গে তার আলোচনা হয়েছে।  এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে। আসলে আদালতের রায় এবং আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন।

কারিগরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম