মুজিববর্ষে সাম্প্রদায়িক মোদিকে চায় না ইবি শিক্ষার্থীরা
ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৪ পিএম
মানববন্ধন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে জাতীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বয়কটের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর্যালের সামনে এ মানববন্ধন করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িক মোদির ঠাই নেই’, ‘সাম্প্রদায়িক মোদিকে বাংলাদেশে চাই না’, ‘মুসলিমদের উপর হামলা বন্ধ কর, বন্ধ কর’, ‘গো ব্যাক মোদি’, ‘বয়কোট মোদি,’ এমন বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর সহিংসতার প্রতিবাদে মোদিবিরোধী এ সব স্লোগান দেন শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে মোদিকে উগ্রবাদী ও দাঙ্গাবাজ আখ্যায়িত করে শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় অসম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। অপরদিকে নরেন্দ্র মোদি সাম্প্রদায়িক চেতনায় ভারতে মুসলমানদের উৎখাত করার জন্য তাদের ওপর হামলা চালাচ্ছেন। মুজিববর্ষের অনুষ্ঠানে মোদির মতো একজন সাম্প্রদায়িক ব্যক্তির উপস্থিতি কোনোভাবেই মেনে নেয়া যায় না।
