Logo
Logo
×

শিক্ষাঙ্গন

পার্শ্ববর্তী পার্ক ও দর্শনার্থীদের মাইকের শব্দে অতিষ্ঠ কুবি শিক্ষার্থীরা

Icon

তানভীর সাবিক, কুবি

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২১ পিএম

পার্শ্ববর্তী পার্ক ও দর্শনার্থীদের মাইকের শব্দে অতিষ্ঠ কুবি শিক্ষার্থীরা

পিকনিকের বাস। ছবি: যুগান্তর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পার্শ্ববর্তী অনিয়ন্ত্রিত পার্কের শব্দ দূষণ ও দর্শনার্থীদের বাসের মাইকের উচ্চস্বরে গান বাজানোর শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছেন শিক্ষক শিক্ষার্থীরা। 

সাপ্তাহিক বন্ধের দিনসহ প্রতিদিন পার্কের শব্দে বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও আবাসিক হলগুলোতে অবস্থান কঠিন হয়ে উঠেছে। ফলে বিঘ্নিত হচ্ছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তবুও কর্তৃপক্ষের এ নিয়ে ভ্রুক্ষেপ নেই। 

ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মত গুরুত্বপূর্ণ স্থানের পাশে অনিয়ন্ত্রিত পার্ক স্থাপনের বিষয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ফটকসহ যত্রতত্র বাস পার্কিংয়ের ফলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরু সড়কটিতে প্রতিদিনই দেখা দিচ্ছে ছোটবড় যানজট।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আশপাশে গড়ে উঠেছে বেসরকারি অনেকগুলো বাণিজ্যিক বিনোদন কেন্দ্র। যার মধ্যে ম্যাজিক প্যারাডাইস, স্বপ্নচূড়া এবং ডাইনোসর পার্ক একদমই বিশ্ববিদ্যালয়ের পাশে নির্মাণ করা হয়েছে। ফলে প্রতিদিনই ঘটছে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়। এর মধ্যে স্বপ্নচূড়া পার্ক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা অনুষদের গা ঘেঁষে নির্মাণ করা হয়েছে। 

প্রতিদিন এই রিসোর্টটিতে জোরেশোরে মাইক বাজিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও গানবাজনা করা হয়। পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ের অনুষদের মত গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষের ভ্রুক্ষেপ নেই। এতে শিক্ষকদের পাঠদান ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। অনেক সময় ক্লাসে মনোযোগ রাখতে শিক্ষার্থীদের হিমশিম খেতে হয় বলেও এ প্রতিবেদকের কাছে অভিযোগ করেছেন অনেকে।

বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, এখানে শুধু ক্লাসই না পরীক্ষাও চলে। উচ্চ শব্দের ফলে প্রায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। আর শিক্ষা প্রতিষ্ঠানের পাশে পর্যটন স্থান করার কোন নিয়ম নেই।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশেই গড়ে উঠেছে ম্যাজিক প্যারাডাইস নামে অন্য আরেকটি বাণিজ্যিক পার্ক। পার্কটিতে সকাল থেকে রাত পর্যন্ত চলে উচ্চ শব্দে ডিজে গান। অপরদিকে প্যারাডাইস ও ডাইনোসর পার্কে যাওয়ার একমাত্র পথ বিশ্ববিদ্যালয়ের সামনের সরু সড়কটি। যদিও এটি বাস চলাচলের জন্য অনুপযোগী। 

তবুও এ সড়কে প্রতিদিন শতাধিক বাস পার্কে যাওয়াকে কেন্দ্র করে যাতায়াত করে। দুইটি বাস অতিক্রমে অনুপযোগী হওয়ায় প্রতিনিয়তই ঘটছে ছোটবড় যানজটের ঘটনা। রয়েছে দুর্ঘটনারও ঝুঁকি। তবুও পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়নি ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। 

ফলে বিশ্ববিদ্যালয়ের বাস রাস্তায় আটকে পড়ে শিডিউল বিপর্যয়সহ সম্মুখীন হচ্ছে নানান সমস্যার। এদিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়ক অতিক্রমের সময় বাসগুলোতে উচ্চ শব্দে মাইক বাজিয়ে রাখেন দর্শনার্থীরা। এ নিয়ে কোন সতর্কীকরণ দেয়া হয়নি পার্ক কর্তৃপক্ষ থেকে। যার কারণে শিক্ষার্থীদের ক্লাস ও হলে অবস্থান করা দুর্বিষহ হয়ে উঠেছে। 

পার্ক কর্তৃপক্ষের এমন স্বেচ্ছাচারিতার বিষয়ে জানতে চাইলে ম্যাজিক প্যারাডাইস পার্কের স্বত্বাধিকারী নাছির বলেন, আমাদের নিজস্ব ট্রাফিক এবং সতর্কীকরণ সাইনবোর্ড বসিয়ে বিষয়টি সমাধান করে দেব। 

স্বপ্নচূড়ার স্বত্বাধিকারী জাহিদ হোসেন পিন্টু জানান, আপনারা যেহেতু বলেছেন আমরা বসে ব্যবস্থা নেব।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিদের আশীর্বাদে দর্শনার্থী বাস প্রায় ক্যাম্পাসে ঢুকতে দেখা যায়। যত্রতত্র খাবারের প্যাকেট ও বর্জ্য ফেলে ক্যাম্পাস অপরিষ্কার করে রেখে যান কর্তাব্যক্তিদের তথাকথিত অতিথিরা। 

ফলে ক্যাম্পাসের পরিবেশ দিনদিন অপরিচ্ছন্ন হয়ে উঠছে। মাঝেমাঝে দর্শনার্থীদের বাস রাখার ফলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসই রাখতে সমস্যা পোহাতে হয়।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী তাসনিম রহমান আসিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা অবাক হই বিশ্ববিদ্যালয়ের পাশে কিভাবে এমন শব্দ দূষণের পরিবেশ হরহামেশাই বেড়ে চলে। বন্ধের দিনে যেখানে আমরা বিশ্রাম নিব সেখানে উল্টো উচ্চ শব্দ দূষণের ফলে হলে থাকা কষ্টকর হয়ে উঠে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিৎ জেলা প্রশাসককে বিষয়টি অভিহিত করা। 

বিশ্ববিদ্যালয় থেকে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এ প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আসলে ওভাবে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে যেহেতু অ্যাকাডেমিক ক্লাস ও আবাসিক হলের অবস্থা খুবই নাজুক। তাই এবার অবশ্যই একটা ব্যবস্থা নেব।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পার্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম