ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে ইবিতে বামদলের বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৩:৫০ পিএম
ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বামদলের বিক্ষোভ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের রাজধানী দিল্লিতে চলমান সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাম ছাত্র সংগঠন।
রোববার বেলা ১১টায় ইবি শাখা ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়ন সংসদ পৃথকভাবে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।
দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল ও পরবর্তীতে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে মানববন্ধন করে সংগঠনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।
এ সময় তারা ‘মোদি মোদি-নট এলাও নট এলাও’, ‘গো ব্যাক মোদি’সহ বিভিন্ন শ্লোগান দেন।
মানববন্ধনে ছাত্রমৈত্রীর সভাপতি আবদুর রউফ বলেন, ‘আমরা ভারতে মুসলিমদের সংখ্যালঘু বলে জানি। ভারতে সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা চালাচ্ছে উগ্রবাদী হিন্দুরা। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে আমরা এর কৃতজ্ঞতা স্বীকার করি। কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশে মুজিববর্ষের জাতীয় প্রোগ্রামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা চাই না।’
ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক জি.কে সাদিক বলেন, ‘দিল্লি যখন অর্থনৈতিক সংকটে পড়েছে ঠিক সেই সময়ে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে মোদি সরকার। তাই সাম্প্রদায়িক মোদিকে মুজিববর্ষে নিয়ে আসা হলে ছাত্র ইউনিয়ন দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
