মোদির বাংলাদেশ সফরকে প্রতিহত করার আহ্বান শাবি শিক্ষার্থীদের
শাবি প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৪:০৭ পিএম
মোদির বাংলাদেশ সফরকে প্রতিহত করার আহ্বান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
|
ফলো করুন |
|
|---|---|
মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সমাবেশে এ আহ্বান জানান শিক্ষার্থীরা।
দিল্লিতে সংগঠিত জাতিগত নিপীড়ন এবং রাজনীতির নামে ‘সহিংসতা’ বন্ধের আহ্বান জানিয়ে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করেন শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দিল্লিতে সংগঠিত জাতিগত নিপীড়ন, ‘গণহত্যা’ ও ‘সহিংসতা’ বন্ধ করতে হবে। সিএএ এবং এনআরসিকে কেন্দ্র করে বর্তমানে ভারতে সাম্প্রদায়িক যে দাঙ্গা শুরু হয়েছে তা বন্ধ করতে হবে। ভারত সরকার তাদের একটি বড় অংশের মানুষকে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোতে পাঠানোর একটি চক্রান্ত করছে।
বক্তারা বলেন, মুজিববর্ষ উদযাপনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে সফর করবে। অবিলম্বে তার আমন্ত্রণ বাতিল করতে হবে। আমরা তার আগমনকে প্রতিহত করবো।
সমাবেশে শাহরিয়ার আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর আকন্দ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. শাহীন মিয়া, রসায়ন বিভাগের শিক্ষার্থী তৌহিদুজ্জামান জুয়েল প্রমুখ।
