নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার: ঢাবি ভিসি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৪:১৫ পিএম
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে মানুষের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন করতে হবে। অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সমাজ বিনির্মাণের মাধ্যমে সর্বস্তরে নারী অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও ইউএনডিপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও ইউএনডিপি এক আলোচনা সভার আয়োজন করে।
ভিসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে এবং পরিবারেও নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
লিঙ্গ বৈষম্য দূর করতে বিদ্যমান নারী অধিকার আইনের সংস্কার, সংশোধন ও পরিমার্জনের সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
