ইতালিফেরত চবির সেই শিক্ষক ‘হোম কোয়ারেন্টাইনে’
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১০ মার্চ ২০২০, ১১:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
করোনার প্রাদুর্ভাবে মারাত্মকভাবে বিপর্যস্ত ইতালি থেকে দেশ ফিরে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কর্মস্থলে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষক।
মঙ্গলবার ইতালিফেরত সেই শিক্ষককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা. আবু তৈয়ব।
ডা. আবু তৈয়ব বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ইতালিফেরত সেই শিক্ষককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাকে ১৫ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা না দিলে ১৬তম দিনে তিনি বিভাগে যোগদান করতে পারবেন’।
জানা গেছে, পিএইচডি করতে পাঁচ বছর ধরে ইতালিতে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ওই শিক্ষক। গত ৫ মার্চ তিনি বাংলাদেশে ফেরেন। কোনো পরীক্ষা-নিরীক্ষা না করেই সোজা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন তিনি। মঙ্গলবার এ খবর জানাজানি হলে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
