Logo
Logo
×

শিক্ষাঙ্গন

মুজিববর্ষ উপলক্ষে রাবিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১২:১৩ পিএম

মুজিববর্ষ উপলক্ষে রাবিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্থাপিত হচ্ছে ‘বঙ্গবন্ধু চেয়ার’। 

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) ভবনে এটি স্থাপিত হবে। রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৯৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বঙ্গবন্ধু চেয়ারের নীতিমালা তৈরি করতে আইবিএসের পরিচালক অধ্যাপক জাকির হোসেনকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক হুমায়ূন কবির, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম কবির, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, আইবিএস’র অধ্যাপক স্বরোচিষ সরকার এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক এমএ বারী।

এ বিষয়ে আইবিএসের পরিচালক অধ্যাপক জাকির হোসেন জানান, বঙ্গবন্ধু অধ্যাপক বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও দর্শন এবং বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রাম ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করবেন। যেহেতু বাংলাদেশের জীবন, সংস্কৃতি, সমাজ, পরিবেশ ও উন্নয়নের লক্ষে আইবিএস কাজ করে আসছে। তাই এখানে ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মুজিববর্ষ রাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম