Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চবির হল থেকে রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৩:১৩ পিএম

চবির হল থেকে রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব আবাসিক হলে তল্লাশি  চালিয়ে বেশকিছু ‘দেশীয় অস্ত্র’ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। 

বুধবার আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন প্রক্টর এসএম মনিরুল ইসলাম।  

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে শহীদ আব্দুর রব হলে তল্লাশি চালানো হয়। 

এ সময় ৯টি রামদা, ৭টি লোহার পাইপ, রড ও লাঠিসোটা এবং কয়েক বস্তা পাথর উদ্ধার করা হয়।

অভিযানে কয়েকজন অছাত্রকে আটক করা হলেও ‘হলে অবস্থান করতে পারবে না’ এমন মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান প্রক্টর।
হলগুলোতে বহিরাগত পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রামদা অস্ত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম