Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন স্থগিত

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১২:২৩ পিএম

রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন স্থগিত

করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২০’ স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২০ একটি বিশাল জনসমাগম সম্মিলিত অনুষ্ঠান। এই সংগঠনের কাছে অংশগ্রহণকারীরা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে তাই তাদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সম্মেলনের পরবর্তী সময়সূচি জানিয়ে দেয়া হবে।

এসময় সংস্থাটির সভাপতি সাকিব আহমেদ, সাধারণ সম্পাদক শারমিন রিতুসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১৯-২২ মার্চ বিশ্ববিদ্যালয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বছর সম্মেলনে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন।

করোনাভাইরাস রাজশাহী বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম