Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ক্যাম্পাসে ফেরা হল না পবিপ্রবি শিক্ষার্থী রাসেলের

Icon

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৫:৩২ পিএম

ক্যাম্পাসে ফেরা হল না পবিপ্রবি শিক্ষার্থী রাসেলের

শেখ ইনজামাম-উল হক রাসেল

টানা ২৩ দিন শিক্ষক আন্দোলনের পর শিক্ষকরা ক্লাসে ফেরার ঘোষণা দিলে বাড়ি থেকে ক্যাম্পাসে রওনা হন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী শেখ ইনজামাম-উল হক রাসেল।

কিন্তু ক্যাম্পাসে ফেরা হল না তার। বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত হন তিনি।

নিহত শেখ ইনজামাম-উল হক রাসেল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার বিকালে রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাসে খুলনা থেকে বরিশাল যাচ্ছিলেন। বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গায় বাসটির সঙ্গে একটি রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান।

রাসেলের মৃত্যুর খবর পেয়ে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এ দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশীদ, প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ আলী ও রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম