Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চবির হলে ইতালিফেরত যুবকসহ ৬ জন কোয়ারেন্টাইনে

Icon

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০৭:৪৮ এএম

চবির হলে ইতালিফেরত যুবকসহ ৬ জন কোয়ারেন্টাইনে

ইতালিফেরত দস্তগীর হোসাইন মাহফুজ, সিরাজাম মুনির দুর্জয়, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, শাহনেওয়াজ রানা ও জয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী ও ইতালিফেরত একজনসহ ছয়জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ওই ছয়জনের মধ্যে দুই চবি শিক্ষার্থী, একজন ইতালিফেরত, দুজন কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং একজন ব্রাহ্মণবাড়িয়ার বলে জানা গেছে।

রোববার দিনগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের ৩২০ নম্বর কক্ষ থেকে তাদের ফৌজদারহাট বিআইটিআইডিতে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

কোয়ারেন্টাইনে পাঠানো ছয়জন হলেন- ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার ইতালিফেরত দস্তগীর হোসাইন মাহফুজ, সিরাজাম মুনির দুর্জয়, কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) শিক্ষার্থী সাইফুল ইসলাম ও ইব্রাহিম খলিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ওই কক্ষে চবির উদ্ভিদবিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র শাহনেওয়াজ রানা ও একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জয় থাকতেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ বলেন, ইতালিফেরত এক প্রবাসীসহ বহিরাগতদের হলে অবস্থানের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের যাচাই করা হবে। আর যে শিক্ষার্থী তাদের হলে এনেছে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৫ মার্চ ইতালি থেকে ফেরেন দস্তগীর হোসাইন মাহফুজ নামে ওই যুবক। বিমানবন্দরের কোনো চেকআপ না করিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। তার সঙ্গে আসেন নিজ এলাকার বন্ধুরা।

তারা রাঙামাটির সাজেক ভ্রমণের জন্যই মূলত এখানে এসেছিলেন। বিগত বেশ কিছু দিন ধরে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের ওই কক্ষে অবস্থান করছিলেন তারা।

চবি ইতালি কোয়ারেন্টাইন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম