|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাস পরীক্ষাসহ আবাসিক হল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সারা বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বাংলাদেশেও পাঁচ জনের শরীরে শনাক্ত হয়েছে এই ভাইরাস। তাই করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধের ক্লাস পরীক্ষাসহ আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
