Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাবির এসএম হল কুইজ ক্লাবের সভাপতি মাহাদী সম্পাদক ইমরান

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০১:২৬ পিএম

ঢাবির এসএম হল কুইজ ক্লাবের সভাপতি মাহাদী সম্পাদক ইমরান

মাহাদী হাসান ও ইমরান হোসাইন। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ্ মুসলিম  হল কুইজ ক্লাবের (এসএমকিউসি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহাদী হাসান এবং সাধারণ সম্পাদক ইমরান হেসাইনকে নির্বাচিত করা হয়েছে ।

আজ মঙ্গলবার মুজিববর্ষ উপলক্ষে সলিমুল্লাহ মুসলিম হল কুইজ ক্লাবে নতুন র্কানির্বাহী কমিটি ২০২০-২১ (মুজিব বর্ষ) ঘোষণা করা  হয়। 

এস এম হল কুইজ ক্লাবের সভাপতি মাহাদী হাসান বলেন, আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এই ক্লাব যাতে এস এম হলের প্রতিটি শিক্ষার্থীর মনন বিকাশে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখতে পারে সে জন্য চেষ্টা করে যাবো।

সাধারণ সম্পাদক ইমরান হেসাইন বলেন, আমরা এস এম হলের  কুইজ ক্লাবের মাধ্যমে এই হলে নিয়োমিত জ্ঞানের চর্চা চালু রাখতে চাই।

মুজিববর্ষ সলিমুল্লাহ মুসলিম হল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম