এক দিনের বেতনের টাকা অসহায়দের দেয়ার ঘোষণা রাবি শিক্ষকদের
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১২:০৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অসহায় শ্রমজীবী মানুষদের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় জুবেরি ভবনে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সাইফুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
শুক্রবার দুপুরে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশরাফুল ইসলাম খান বলেন, ইতিমধ্যে শিক্ষকদের এ বিষয়টি অবহিত করা হয়েছে। অর্থ সংগ্রহ করে শিক্ষক সমাজ করোনা ভাইরাসে অসহায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াবে।
তিনি বলেন, বিশ্বের প্রায় ২০০টি দেশের জনগণ করোনাভাইরাসে আক্রান্ত। বাংলাদেশ এর বাইরে নেই। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে সব ধরনের জনসমাগম, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বর্তমানে দৈনিক খেটে খাওয়া হতদরিদ্র শ্রেণি-পেশার মানুষের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে মানবিকতার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে রাবি শিক্ষক সমিতি।
এর আগে বুধবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নেয় রাবি প্রশাসন।
