জ্বর-নিউমোনিয়ায় নটর ডেম কলেজ শিক্ষকের মৃত্যু
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৮ মে ২০২০, ০৯:২৯ এএম
নিখিলেশ ঘোষ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নিউমোনিয়া, জ্বর ও ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে নটর ডেম কলেজের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মারা যাওয়া শিক্ষকের নাম নিখিলেশ ঘোষ (৫০)। তিনি নটরডেম কলেজে বাংলা পড়াতেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুজাউদ্দৌলাহ রুবেল জানান, গুরুতর নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভোগা অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে নিখিলেশ ঘোষকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়।
নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিয়াস রোজারিও সিএসসি শিক্ষক নিখিলেশ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
