বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাকৃবি ছাত্রলীগ নেতার মৃত্যু
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২০, ০৬:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাকিবুল হাসান রাকিব (২৬) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। রাকিব বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের কৃষি প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শাহজালাল হলের আবাসিক শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
রাকিব ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া হরিণহাটা গ্রামের আব্দুল বারেক মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, রাকিব সোমবার বিকালে বাড়ির পাশে একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সে সময় একজন গাছের ডাল কাটছিল। কাটা হয়ে গেলে ডালটির একটি অংশ বিদ্যুতের তারে ঝুলে থাকে ও আরেকটি অংশ রাকিবের ওপর পড়ে।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
