Logo
Logo
×

শিক্ষাঙ্গন

নাসিমকে নিয়ে কটাক্ষ, শাবি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন থানায়

Icon

শাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২০, ০৫:১১ পিএম

নাসিমকে নিয়ে কটাক্ষ, শাবি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন থানায়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিলেটের জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা প্রত্যাহারের আবেদন জানান। আমরা এ নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নিচ্ছি।

গত ১৪ জুন প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ এনে ও শাস্তির দাবি জানিয়ে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন শাবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন। পরে এটি নিয়ে মাহির একাধিকবার ক্ষমা চাইলেও পরদিন দুপুরেই মাহির চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করে।

তখন রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেছিলেন, মাহির মোহাম্মদ নাসিমকে নিয়ে অসত্য তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে যাতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে অবহিত করলে আমরা মামলা করি।

ছাত্রলীগের এক নেতার পোস্টের প্রেক্ষিতে তড়িঘড়ি করে প্রশাসনের মামলা করার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বন্ধ ক্যাম্পাসেও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ‘অনলাইন ক্লাসের বিরুদ্ধে অবস্থান নেয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা করা হয়েছে’ আখ্যায়িত করে মামলা প্রত্যাহার ও প্রাতিষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। পরিস্থিতি প্রতিকুলে চলে গেলে মত পাল্টিয়ে মামলা প্রত্যাহারের দাবিও জানান ছাত্রলীগের কয়েক নেতা।

শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ১০ দিনের মাথায় বৃহস্পতিবার মামলা প্রত্যাহার করার আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় কারও বক্তব্য নেয়া যায়নি।

তবে যে নেতার পোস্টের প্রেক্ষিতে মামলা করা হয়েছিল, শাবি ছাত্রলীগের সেই যুগ্ম সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন মামলা প্রত্যাহারের আবেদনের বিষয়ে বলেন, আমি আমার নৈতিক জায়গা থেকে প্রতিবাদ করেছি। এখন বিশ্ববিদ্যালয় যদি তার শিক্ষাজীবনের কথা ভেবে মামলা প্রত্যাহারের আবেদন করে তাহলে আমি সাধুবাদ জানাই।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম