|
ফলো করুন |
|
|---|---|
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ কার্যক্রমটি অনলাইনে জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিচালিত হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় দেন উপ-উপাচার্য প্রফেসর ড. হাসনান আহম্মেদ, স্কুল অব বিজনেসের প্রফেসর ড. মোহাম্মদ মুসা, স্কুল অব হিম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সসের ডিন এবং বঙ্গবন্ধু স্টাডি সেন্টারের পরিচালক প্রফেসর ড. হামিদুল হক প্রমুখ।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আদর্শ ও কীর্তির উপর আলোচনা করেন। ইউআইইউ উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর জীবন আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের সোনার বাংলা গড়তে এক সাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জয়েন্ট রেজিস্ট্রারার লে. কর্নেল ফজলুল হক, পিএসসি (অব.) এবং দোয়া মাহফিল পরিচালনা করেন প্রফেসর ড. কাউছার আহম্মেদ, ডেপুটি ডিরেক্টর- বিবিএ প্রোগ্রাম। ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তারা যুক্ত ছিলেন।
