Logo
Logo
×

শিক্ষাঙ্গন

‘বাঙালিকে শ্রদ্ধা করলেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করা হবে’

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ০১:১২ পিএম

‘বাঙালিকে শ্রদ্ধা করলেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করা হবে’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যশোরের বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পুনর্ব্যবহার উপযোগী চার হাজার মাস্ক ও এক হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

বৃহস্পতিবার যশোর শহরের বকুলতলার বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। 

অনুষ্ঠানে অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মই হয়েছিল বাঙালিকে স্বাধীন করার জন্য, বিশ্বের বুকে বাংলাদেশকে মর্যাদার আসনে আসীন করার জন্য। জাতির পিতাকে শ্রদ্ধা দেখাতে হলে বাঙালিকে শ্রদ্ধা দেখাতে হবে। যখন বাঙালির প্রতি আমরা শ্রদ্ধা দেখাতে পারব, ভালোবাসা দেখাতে পারব, বঙ্গবন্ধু যে চিন্তা-চেতনা নিয়ে এ দেশকে স্বাধীন করেছিলেন- কেউ অভুক্ত থাকবে না, গৃহহীন থাকবে না, পড়ালেখাবিহীন থাকবে না, চিকিৎসাবিহীন থাকবে না- এ কাজগুলো আমরা যদি করতে পারি তখনই সত্যিকার অর্থে জাতির পিতার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক' সার্কেল) গোলাম রব্বানী শেখ প্রমুখ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দফতর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জাতির পিতার শাহাদতবার্ষিকী পালন কমিটির সদস্য সচিব ডা. দীপক কুমার মণ্ডল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত পাঁচটি দল যশোরের চূড়ামনকাটি, পালবাড়ি, দড়াটানা, মণিহার এবং প্রেস ক্লাব এলাকায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে।
 

যবিপ্রবি বঙ্গবন্ধু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম