Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাবি জিয়া হলের ভিপি শাকিল মারা গেছেন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:১০ এএম

ঢাবি জিয়া হলের ভিপি শাকিল মারা গেছেন

ভিপি শরীফুল ইসলাম শাকিল

না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সহসভাপতি (ভিপি) শরীফুল ইসলাম শাকিল  (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ২৬ বছর। 

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তথ্য নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান।

হৃদরোগ ও মস্তিষ্কের জটিলতায় দীর্ঘ দুই মাস ভুগছিলেন এ ছাত্রনেতা। 

অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, বুধবার সন্ধ্যায় শাকিল মার যায়। তার মৃত্যু আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা গভীরভাবে শোকাহত। এর আগেও আমরা আমাদের হল সংসদের আরেকজনকে অকালে হারিয়েছি।

ভিপি শরীফুল ইসলাম শাকিলের বাড়ি পাবনা জেলার সদর উপজেলায়।
 

শাকিল ঢাবি জিয়া ভিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম