Logo
Logo
×

শিক্ষাঙ্গন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ০৩:০৮ পিএম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

যুগান্তর অনলাইন সংস্করণে গত ১৬ অক্টোবর প্রকাশিত ‘উচ্চ মাধ্যমিক পাস করেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি।

সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়, সংবাদটিতে উল্লিখিত তথ্য সঠিক ও সত্য নয়।

এতে বলা হয়, সিন্ডিকেট অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী আপগ্রেডেশন-প্রমোশন দেয়া হয়ে থাকে। এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেনি এবং কোনো অভিনব পদ্ধতি অবলম্বন করা হয়নি।

এছাড়া ডিগ্রি পাসের সার্টিফিকেট আনার হিড়িক পড়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে- এ তথ্যও পুরোপুরি ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করা হয়েছে প্রতিবাদে।
 

প্রতিবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম