Logo
Logo
×

শিক্ষাঙ্গন

অনার্স-মাস্টার্স পরীক্ষার সময় জানাল ঢাবি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৭:৪৪ এএম

অনার্স-মাস্টার্স পরীক্ষার সময় জানাল ঢাবি

কোভিড-১৯ মহামারীর কারণে আটকে থাকা স্নাতক শেষ বর্ষ এবং স্নাতকোত্তর পর্বের পরীক্ষাগুলো নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ ডিসেম্বর থেকে এসব পরীক্ষা শুরু হবে বলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক ভার্চুয়াল সভায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অগ্রাধিকার ভিত্তিতে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ ও ইন্সটিটিউট থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময়সূচি জানতে পারবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনে পরীক্ষাগুলো তুলনামূলক কম বিরতিতে বা একই দিনে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়কাল হবে বিদ্যমান নির্ধারিত সময়ের অর্ধেক। একইভাবে ল্যাবকেন্দ্রিক ব্যবহারিক পরীক্ষাগুলো নেয়া হবে।

দেশে করোনাভাইরাস শনাক্ত হয় ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় করোনায়। ওই দিন থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোও আটকে আছে।


 

ঢাবি পরীক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম