Logo
Logo
×

শিক্ষাঙ্গন

গণ বিশ্ববিদ্যালয়ে ‘সাহিত্য ও সাংবাদিকতা’ শীর্ষক কনফারেন্স

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ০৫:০১ পিএম

গণ বিশ্ববিদ্যালয়ে ‘সাহিত্য ও সাংবাদিকতা’ শীর্ষক কনফারেন্স

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে অনুষ্ঠিত ‘সাহিত্য ও সাংবাদিকতা’ শীর্ষক এ কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও গীতিকবি মিজান মালিক।

ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও সাহিত্যিক সরোজ মেহেদীর সঞ্চালনায় কনফারেন্সে বিভাগের সহকারী অধ্যাপক ড. কৃষ্ণা ভদ্র ও আবু রায়হান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এতে বিভাগের সিনিয়র শিক্ষক আয়েশা সিদ্দিকা রাত্রি, আতি-উন-নাহার, কায়েস আহমেদ ও শিক্ষক নূর মুহাম্মদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা সাহিত্য ও সাংবাদিকতার নান্দনিক নানা দিক নিয়ে আলোচনা শেষে শিক্ষার্থীদের করোনার এ সময়ে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়ার পরামর্শ দেন।

মিজান মালিক অনুষ্ঠানে তার লেখা বেশ কিছু গান ও কবিতা শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করার পাশাপাশি সাহিত্য ও সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

গণবিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম