Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাবি অধ্যাপক তসলিম সাজ্জাদের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০৭:২৩ এএম

ঢাবি অধ্যাপক তসলিম সাজ্জাদের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বুধবার ভোর পাঁচটায় রাজধানীর মিরপুরের মনিপুরে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। 

অধ্যাপক মল্লিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের (ডুসডা) এক্সিকিউটিভ কমিটির রিসার্চ এন্ড পাবলিকেশন সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। বুধবার বাদ জোহর জানাজা শেষে মরহুমকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক ছিলেন একজন জৈব-পরিসংখ্যান বিশেষজ্ঞ ও গবেষক। বিভাগীয় শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। 

তিনি বলেন, অসময়ে তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের এক অপূরণীয় ক্ষতি সাধিত হল। পরিসংখ্যান শিক্ষা প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য গুণী এই পরিসংখ্যানবিদ স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিকের বাবা অধ্যাপক শাহাদাৎ আলী মল্লিকও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষক ও পরিসংখ্যানবিদ।

তসলিম সাজ্জাদ ১৯৯৭ সালে ঢাবির পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স এবং ১৯৯৯ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরে ২০০৪ সালে কানাডার মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স এবং ২০০৯ সালে পিএইচডি করেন তিনি। তার বাবা অধ্যাপক শাহাদাৎ আলি মল্লিকও ঢাবির পরিসংখ্যান বিভাগের শিক্ষক ছিলেন।

তসলিম সাজ্জাদ মল্লিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম