নির্দেশ উপেক্ষা করে হলে জাবি শিক্ষার্থীরা
জাবি প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৮ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল ছাড়ার নির্দেশনা আসার পরও নতুন করে হলে উঠছেন শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছেলেদের আটটি হল ঘুরে এমনই চিত্র দেখা গেছে। তবে এ সময় হলের প্রভোস্টসহ অন্যান্য দায়িত্বরত শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হলে না থাকার অনুরোধ জানিয়েছেন।
হল প্রভোস্টরা যুগান্তরকে বলেন, সকালে ভিসির উপস্থিতিতে প্রভোস্টসহ বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানদের নিয়ে বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে, কর্তৃপক্ষ ছাত্রদের হলে না থাকার জন্য অনুরোধ জানাবেন। আমরা সেটি করেছি।
তবে শিক্ষার্থীরা আমাদের কথায় সায় না দিয়ে হলে অবস্থান করবেন বলে জানিয়েছে।
শিক্ষার্থীদের অনুরোধের পরে আবারও আলোচনায় বসার কথা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান যুগান্তরকে বলেন, আমরা সরকারি নির্দেশনা মোতাবেক হলে না থাকার জন্য অনুরোধ করেছি।
এর আগে গতকাল রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞাপ্তিতে সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়।
