Logo
Logo
×

শিক্ষাঙ্গন

আবারো জাবির সব হলে তালা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২৮ পিএম

আবারো জাবির সব হলে তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে গেছেন। তালা ভেঙে শিক্ষার্থীরা যে নয়টি হলে অবস্থান করা শুরু করেছিলেন সেসব হলে এখন তালা ঝুলতে দেখা গেছে।

মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এসব হল থেকে শিক্ষার্থীরা বের হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে হল খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরাও ঝিমিয়ে পড়েছেন। তারা মঙ্গলবার কর্মসূচির ডাক দিলেও তাতে সাড়ে দেননি সাধারণ শিক্ষার্থীরা। আবার আন্দোলনরত শিক্ষার্থীরা দুটি ভাগে বিভক্ত হয়েছেন বলেও গুঞ্জন চলছে।

প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, আমাদের সব হল থেকে শিক্ষার্থীরা বের হয়েছেন। কোথাও কোনো অসুবিধা হয়নি। শিক্ষার্থীদের অনুরোধ করার পর তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন।

বুধবার বিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র সিরাজুল হকসহ আন্দোলনে নেতৃত্ব দেয়া তিনজনকে ফোন দেওয়া হলে তারা কেউই ফোন রিসিভ করেননি। তবে সকালে সিরাজুল বলেন, পারিবারিক কাজে আমি ব্যস্ত থাকায় অন্যদের সঙ্গে আমার যোগাযোগ নেই। তাই আন্দোলনের বিষয়ে আমি কিছু বলতে পারছি না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম