Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার, সম্পাদক আকরাম

Icon

ঢাবি প্রতিনিধি 

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৭:১৯ পিএম

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার, সম্পাদক আকরাম

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার ও সম্পাদক আকরাম

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার মধ্যরাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মু. রাশেদ খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আখতার হোসেনকে সভাপতি ও আকরাম হোসাইনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে তিনজকে সহসভাপতি করা হয়েছে। তারা হলেন- সাদিয়া ইসলাম মুনা, আসিফ মাহমুদ ও মো. রাসেল। মো. সানাউল্লাহ, মো. মোয়াজ্জেম হোসেন ও মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। 

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ হিল বাকী, সহসাংগঠনিদের দায়িত্ব পেয়েছেন সম্পাদক মো. যুবায়ের আল মাহমুদ।

ইবরাহিম নাফিসকে প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, লুৎফর রহমানকে সংস্কৃতিবিষয়ক সম্পাদক , সম্পাদক আশরেফা তাসনীমকে তথ্য ও গবেষণাবিষয়ক ও নুসরাত তাবাসসুমকে নাট্যবিষয়ক সম্পাদক করা হয়েছে। 

এছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন সালেহ উদ্দিন সিফাত, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.ওয়াহিদুজ্জামান, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাহ জাহান তানিম, সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. আল আমিন। 

কমিটিতে মো. ইসমাইল হোসাইন, মো. আবুজার গিফারী, সৈয়দ মেজবাহ উদ্দিন হামিমকে সদস্য করা হয়েছে।
 

ঢাবি আখতার আকরাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম