সেই টিএসসিতে অনুষ্ঠিত হলো কাওয়ালির আসর
ঢাকা বিশ্ববিদ্যালয়েকাওয়ালির আসরে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ‘কাওয়ালি ও প্রতিবাদী গান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সঞ্জীব চত্বরে এই আয়োজন অনুষ্ঠিতহয়।
অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’।
এর আগে বুধবার প্রশাসনের অনুমতি নিয়ে টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে হামলা চালায়। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
বৃহস্পতিবার কাওয়ালির আসরশেষে ‘সিলসিলা’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, গত দিনের হামলার প্রতিবাদে আজকের এই আয়োজন। এই আয়োজন থেকে জানিয়ে দিতে চাই, হামলা করে সংস্কৃতির অগ্রযাত্রাকে দমানো যাবে না। এই সুন্দর যাত্রার সঙ্গে আমরা আছি থাকব। আয়োজনে ব্যাপক সাড়া পেয়েছি। এর মাধ্যমে সংস্কৃতির প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটেছে।
অনুষ্ঠানের আগে বুধবারহামলার প্রতিবাদে ক্যাম্পাসে ‘কাওয়ালি মিছিল’ বের করেন শিক্ষার্থীরা। মিছিলে বাম ছাত্র সংগঠন ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি টিএসসি থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সেই টিএসসিতে অনুষ্ঠিত হলো কাওয়ালির আসর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালির আসরে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ‘কাওয়ালি ও প্রতিবাদী গান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সঞ্জীব চত্বরে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’।
এর আগে বুধবার প্রশাসনের অনুমতি নিয়ে টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে হামলা চালায়। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
বৃহস্পতিবার কাওয়ালির আসর শেষে ‘সিলসিলা’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, গত দিনের হামলার প্রতিবাদে আজকের এই আয়োজন। এই আয়োজন থেকে জানিয়ে দিতে চাই, হামলা করে সংস্কৃতির অগ্রযাত্রাকে দমানো যাবে না। এই সুন্দর যাত্রার সঙ্গে আমরা আছি থাকব। আয়োজনে ব্যাপক সাড়া পেয়েছি। এর মাধ্যমে সংস্কৃতির প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটেছে।
অনুষ্ঠানের আগে বুধবার হামলার প্রতিবাদে ক্যাম্পাসে ‘কাওয়ালি মিছিল’ বের করেন শিক্ষার্থীরা। মিছিলে বাম ছাত্র সংগঠন ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি টিএসসি থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।