Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শাবিপ্রবির ঘটনায় ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ (ভিডিও)

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৩:৩৯ পিএম

শাবিপ্রবির ঘটনায় ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ (ভিডিও)

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শিক্ষার্থী আহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসে টিএসসি এলাকা প্রদক্ষিণ করে।
এসময় ছাত্রদল নেতারা শিক্ষার্থীদের দাবি মেনে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালকের পদত্যাগ দাবি করেন।
ঢাবি শাখা ছাত্রদলের মহসীন হল শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম যুগান্তরকে বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাটি শাবিপ্রবির ইতিহাসে এক অন্ধকার অধ্যায়। আমাদের দাবি ক্যাম্পাস ও হল বন্ধের ঘোষণা প্রত্যাহার, শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও চিকিৎসার দায়ভার প্রশাসনকে নিতে হবে, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ অবিলম্বে নিশ্চিত করতে হবে।

 

বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম