Logo
Logo
×

শিক্ষাঙ্গন

মধ্যরাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ০৯:৪৭ পিএম

মধ্যরাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জেরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। 

কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় দুই নেতাকে ক্যাম্পাসের মূল ফটকে আটকানোর পর মঙ্গলবার রাত ১২টায় উপপক্ষ বিজয় ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) নেতাকর্মীদের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজয়ের নেতাকর্মীদের দাবি, রাত ১২টার দিকে বিনা উসকানিতে সিএফসির নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে এসে তাদের নেতাকর্মীর ওপর হামলা করে। পরে তারা সেটি প্রতিহত করে। 

অন্যদিকে সিএফসির নেতাকর্মীদের ভাষ্য, বিজয়ের নেতাকর্মীদের তারা শুধু ‘রিপ্লাই’ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঝামেলা এড়াতে প্রক্টরিয়াল বডি সজাগ রয়েছে।

চবি সংঘর্ষ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম