Logo
Logo
×

শিক্ষাঙ্গন

গভীর রাতে শাবিতে ড. জাফর ইকবাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ১০:৩২ পিএম

গভীর রাতে শাবিতে  ড. জাফর ইকবাল

ছবি: যুগান্তর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এসেছেন  বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।

মঙ্গলবার রাত ৯ টার বাসে রওনা হয়ে গভীর রাত ৩টা ৫৫টায় বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন তিনি। সঙ্গে তার সহধর্মিণী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. ইয়াসমিন হকও রয়েছেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছেই আমরণ অনশনকারী শিক্ষার্থীদের কাছে যান ড.জাফর ইকবাল।

এ রিপোর্ট লেখার সময় গত ৬ দিন ধরে অনশনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন তিনি। তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মনযোগ দিয়ে অভিযোগগুলো শুনছেন। 

আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে অনেকের বক্তব্য, শিক্ষার্থীদের অনশন ভাঙাতে ঢাকা থেকে ছুটে এসেছেন শাবিপ্রবি ক্যাম্পাসে। 

ড.জাফর ইকবালের আগমনে উজ্জীবিত ক্যাম্পাসের শিক্ষার্থীরা। গভীর রাতে শীতকে উপেক্ষা করে কয়েকশত শিক্ষার্থী অধ্যাপক জাফর ইকবালের কথা শুনছেন।  

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি রাত থেকে শুরু প্রভোস্ট বিরোধী আন্দোলনে ১৬ জানুয়ারি পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ৩০ শিক্ষার্থীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবি উঠে।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনসহ আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সহপাঠীরা অনশন ভাঙার অনুরোধ জানালেও অনশনকারীরা তা প্রত্যাখ্যান করেন। 

গত ৬ দিনের অনশনে বেশ কয়েকজন শিক্ষার্থীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে নিজের প্রিয় বিশ্ববিদ্যালয়ে এলেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

জাফর ইকবাল অনশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম