Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শাবি ভিসির পদত্যাগ দাবিতে ইবি শিক্ষকের মৌন প্রতিবাদ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০১:২২ পিএম

শাবি ভিসির পদত্যাগ দাবিতে ইবি শিক্ষকের মৌন প্রতিবাদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে মৌন সমর্থন জানিয়ে প্রতিবাদ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। তিনি পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের প্রভাষক ইনজামুল হক।

বুধবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে এ প্রতিবাদ করেন।

প্ল্যাকার্ডে ‘আমার মুজিব তো এমন শিক্ষক চাননি!’ ‘শাবিপ্রবির ভিসির পদত্যাগ চাই’ ‘ছাত্রদের জীবনের চেয়ে কি পদ বড়’ ‘শিক্ষকের কাছে আত্মসম্মানের চেয়ে কি পদবী বড়’ ‘আস্থা ছাড়া পদের মূল্য কী?’ ‘ছাত্রদের অভুক্ত রেখে খাবার হজম হয় তো?’ ‘শিক্ষার্থী বান্ধব ভিসি চাই’ যে ভিসি গুলি মারে সে ভিসি চাই না’ ‘যে ভিসি ক্ষমতালোভী সে ভিসি চাই না’সহ বিভিন্ন শ্লোগান দেখা যায়।

এ সময় তার সঙ্গে একই বিভাগের ২০১৭-১৮ বর্ষের এক শিক্ষার্থী সংহতি প্রকাশ করে। ওই শিক্ষক বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শাবি ভিসি যে অত্যাচার করছেন সে কারণে একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত। শিক্ষকদের সম্মানার্থে শাবি ভিসির পদত্যাগের দাবি জানাচ্ছি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম