জাবিতে সশরীরে পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি
জাবি প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ১১:১২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
করোনার নতুন ধরন ওমিক্রনের দাপট কমতে শুরু করায় আবার ক্লাস-পরীক্ষায় ফেরার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে। তবে নিয়মিত ক্লাস চালু থাকবে অনলাইনে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সব ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা (তত্ত্বীয়, ব্যবহারিক, অনুশীলনী পরীক্ষা ও উইকেন্ড) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেওয়া যাবে। এতে বিভাগগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলবে। তবে প্রয়োজনে মৌখিক পরীক্ষাগুলোও অনলাইনে নেওয়া যাবে।
এর আগে গত ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত করে।
