|
ফলো করুন |
|
|---|---|
প্রায় একমাস বন্ধ থাকার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ফের অনলাইনে ক্লাস শুরু হয়েছে। এছাড়া স্নাতক প্রথম বষের্র পঞ্চম ধাপের ভর্তি বুধবার থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া হয়। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা আছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের পঞ্চম ধাপের ভর্তি বুধবার থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়া এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত এ-১ ইউনিটে মেধাক্রম ৪১৫৬-৫৩৫৫ পর্যন্ত ও দুপুর ১টায় একই ইউনিটের ৫৩৫৬-৬১৫৫ পর্যন্ত মেধাক্রমে থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।
অন্যদিকে আগামীকাল বৃহস্পতিবার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে সকাল ৯টায় ১১২১-১৬২০ পর্যন্ত, বাণিজ্য বিভাগের ৩৬৪-৪৬৩ পর্যন্ত, মানবিক বিভাগের ১২৭৫-১৪৭৪ পর্যন্ত মেধা তালিকায় অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট admission.sust.edu.bd থেকে জানা যাবে।
