Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শাবি উপাচার্যকে দ্রুত অপসারণের আবেদন জানাচ্ছে শিক্ষার্থীরা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৭ পিএম

শাবি উপাচার্যকে দ্রুত অপসারণের আবেদন জানাচ্ছে শিক্ষার্থীরা

১৬ই জানুয়ারি পুলিশী হামলার ১ মাস পূর্তিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা আচার্যকে অবিলম্বে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের অপসারণ নিশ্চিত করার জন্য আবেদন জানাবেন।

একইসঙ্গে ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের নির্লজ্জ মিথ্যাচার ও মনগড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যায় আন্দোলনরতদের অন্যতম মুখপাত্র মুহাইমিনুল বাশার রাজ ও শাহরিয়ার আবেদিন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে  আচার্যের কাছে আবেদনের কথা এবং উপাচার্যের বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অবশ্যম্ভাবী পদচ্যুতির’ আগে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ‘যত্রতত্র স্বভাবসুলভ মিথ্যা’ না বলার আহবান জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আমাদের সব দাবির ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ নেয়া হবে- শিক্ষামন্ত্রীর এমন ঘোষণায় আমরা আপাতত আন্দোলন প্রত্যাহার করেছি। কিন্তু ফরিদদের পতন না হলে আবারও আন্দোলন শুরু হবে।

শাবি .

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম