Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ইউনিসেফ প্রতিনিধি দলের রাবি সফর

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৪ পিএম

ইউনিসেফ প্রতিনিধি দলের রাবি সফর

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি ভেরা মেনডোনচার নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছেন। বৃহস্পতিবার রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তারা ইউনিসেফ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক নিয়েও আলোচনা করেন। সেখানে অন্যদের মধ্যে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।

ইউনিসেফ প্রতিনিধি দলে ছিলেন রংপুর ও রাজশাহী অঞ্চলের প্রধান নাজিবুল্লাহ হামিম এবং সোস্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মঞ্জুর আহমেদ।

পরে প্রতিনিধি দলটি প্রকৌশল অনুষদের সভাকক্ষে রাবির ২৫ জন শিক্ষক ও ১৫ জন শিক্ষার্থীর সঙ্গে ইউনিসেফের কার্যক্রম নিয়ে কথা বলেন।

ইউনিসেফ রাজশাহী বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম