ঢাবির গেস্টরুমে শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের গেস্টরুমে তৈমুর রহমান মোল্লাহ নামে ১ম বর্ষের এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
গেস্টরুমের মারধরের ঘটনা হল প্রশাসনকে না জানানোর জন্য এই হুমকি দেন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রোকনুজ্জামান রোকন। এ বিষয়ে হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
নির্যাতনের শিকার শান্তি ও সংঘর্ষ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৈমুর রহমান মোল্লাহ যুগান্তরকে বলেন, আমি রক্ত সংগ্রহের জন্য গত ১৫ তারিখ হলের মাঠে এক সিনিয়র ভাইয়ের সঙ্গে কথা বলি। এরপর হলের সিনিয়র ভাইয়ের সঙ্গে কথা বলার কারণে রোকনুজ্জামান রোকন গেস্টরুমে আমাকে সজোড়ে থাপ্পড় মারে। এতে আমার কান থেকে রক্ত বের হয় এবং প্রায় দুই ঘন্টা আমি কানে শুনিনি। এছাড়াও মারধরের ঘটনা হল প্রশাসনকে জানালে আমাকে জানে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।
রোকনুজ্জামান রোকন এর আগেও অনেক শিক্ষার্থীকে মারধর করেছে উল্লেখ করে মোল্লাহ বলেন, রোকন বিনা কারণে আমাদের প্রথম বর্ষের প্রায় সব শিক্ষার্থীকেই মারধর করেছে। কিন্তু অনেকে ভয়ে কাউকে জানায়নি।
অভিযুক্ত রোকনুজ্জামান রাষ্ট্র বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছেন এবং এ এফ রহমান হলের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ারের অনুসারী হিসেবে পরিচিত।
এবিষয়ে জানতে চাইলে মুনেম শাহরিয়ারের যুগান্তরকে বলেন, মারধরের ঘটনার কথা আমি শুনেছি এবং প্রাধ্যক্ষ স্যারকে বলেছি তিনি যা ব্যবস্থা নিবেন আমি তাই মেনে নিব। তবে এর আগেও অন্য কাউকে মারধর করা হয়েছে কি না তা আমার জানা নেই।
লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ এফ রহমানের প্রাধ্যক্ষ অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান যুগান্তরকে বলেন, আমি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। পরশুদিন তারা এটার রিপোর্ট দিবে এরের ব্যবস্থা নেওয়া হবে।
