ডুয়েটে অনুষ্ঠিত হলো প্রোগ্রামিং কনটেস্ট
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৭ পিএম
ছবি: সংগৃহিত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ডিজিটাল বাংলাদেশ ব্র্যান্ডিংকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্ট্রা ডুয়েট প্রোগ্রামিং কনটেস্ট’। কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডুয়েট কম্পিউটার সোসাইটি তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে।
শনিবার সকালে ডুয়েটের ভার্চুয়াল ক্লাস রুমে এ প্রোগ্রামের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রোগ্রামিং কনটেস্ট ডুয়েটের চারটি ল্যাবে, প্রজেক্ট এক্সভিশনটি পুরাতন একাডেমিক ভবনে এবং আইসিটি অলিম্পিয়াড কনটেস্টটি সৈয়দ নজরুল ইসলাম ভবনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের ভিসি প্রফেসর ড. মো. হাবিবুর রহমান। এ সময় ছাত্রকল্যাণ দফতরের পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ছাড়াও বিভাগের অন্যান্য প্রফেসররা উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক এবং ডুয়েট কম্পিউটার সোসাইটির মডারেটর মোহাম্মদ শফিকুল ইসলাম। দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজিত ইন্ট্রা ডুয়েট প্রোগ্রামিং কনটেস্ট উদ্বোধনের পর একসঙ্গে প্রোগ্রামিং কনটেস্ট এবং প্রজেক্ট এক্সভিশন অনুষ্ঠিত হয়।
এরপর দুপুরের পর আইসিটি অলিম্পিয়াডের মধ্যদিয়ে শেষ হয় চলমান প্রতিযোগিতা। প্রজেক্ট এক্সভিশনের দশটি টিম, প্রোগ্রামিং কনটেস্টে ৮১ জন, আইসিটি অলিম্পিয়াডে ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
