Logo
Logo
×

শিক্ষাঙ্গন

গোপন ডিভাইসের খোঁজে ইবি ভিসির কার্যালয়ে তল্লাশি

Icon

সরকার মাসুম, ইবি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৪ পিএম

গোপন ডিভাইসের খোঁজে ইবি ভিসির কার্যালয়ে তল্লাশি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসির অডিও ক্লিপ ফাঁস ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় গোপন ডিভাইসের খোঁজে ভিসির কার্যালয়ে তল্লাশি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গোপন ডিভাইসের মাধ্যমে ভিসির কথোপকথন রেকর্ড করা হয়েছে ধারণা করে ডিভাইস খুঁজতে ভিসির কার্যালয় ও বাসভবনে প্রশাসনের নির্দেশে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়।

সোমবার দুপুর ১২টায় কার্যালয়ে দেওয়া কর্মচারীদের তালা ভেঙে ভিসির কার্যালয়ে ঢুকে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ভেতরে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এছাড়া প্রো-ভিসি ও ট্রেজারারের অনুরোধে তাদের কার্যালয়েও তল্লাশি চালানো হয়। তবে তারা খোঁজ করে কোনো ডিভাইসের সন্ধান পায়নি।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ বিপ্লব বলেন, প্রশাসনের নির্দেশনায় তল্লাশি চালানো হয়েছে। তবে কোনো কিছু পাওয়া যায়নি।

একের পর এক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসির অডিও ক্লিপ ফাঁস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যাচ্ছে। অডিও ক্লিপগুলোতে ভিসির কণ্ঠে নিয়োগ বোর্ড, চাকরির প্রশ্নের বিষয়ে কথোপকথন, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেন ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায়।

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম