মাইকে ভিসির ফাঁস হওয়া অডিও বাজিয়ে আন্দোলন
ইবি প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের নিয়োগ সংক্রান্ত আলাপনের ফাঁস হওয়া অডিও মাইকে বাজিয়ে আন্দোলন করেছেন চাকরিপ্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকাল ১০টা থেকে প্রশাসন ভবনের সামনে গত কয়েক দিনে ফাঁস হওয়া অডিও ক্লিপগুলো মাইকে বাজানো হয়।
অপরদিকে তৃতীয় দিনের মতো ভিসির কার্যালয়ের সামনে ব্যানার ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় আন্দোলনকারীরা ভিসিকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকেন।
এদিকে অডিও ফাঁস হওয়ার পর থেকে টানা তৃতীয় কার্যদিবস অফিসে আসেননি বিশ্ববিদ্যালয়ের ভিসি। ফলে তালাবদ্ধ রয়েছে কার্যালয়। বাসভবনে থেকে অফিস করছেন বলে জানিয়েছেন ভিসির একান্ত সহকারী। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকর্মী। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত আছেন। অস্থায়ী চাকরিজীবী পরিষদের ব্যানারে তারা চাকরির দাবিতে এ আন্দোলন করছেন। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান টিটু এবং সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল জোদ্দার।
কার্যালয়ের সামনে আন্দোলনকারীরা ভিসির অপসারণ দাবি করে প্রায় ১৮-২০ জন বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা- ভিসিকে চোর, দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেন।
বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাঁস হওয়া অডিও বাজানো মাইক সরিয়ে ফেলার নির্দেশ দেন। এ সময় প্রক্টর আন্দোলনকারীদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান করেন। তার আহবানে সাড়া দিয়ে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের তিন সদস্যের প্রতিনিধি দল ভিসির বাসভবনে সাক্ষাৎ করতে যান। সে সময় আন্দোলন চলতে থাকে।
তবে বিকাল ৪টার পর কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের দেখা যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ভিসির বাসভবনে আলোচনা করছেন বলে জানা গেছে।
প্রক্টর প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, কোনো ধরনের সহিংসতা ছাড়া সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তাদের যদি কোনো দাবি থাকে তাহলে প্রতিনিধি পাঠিয়ে ভিসির সঙ্গে এ বিষয়ে আলোচনা করে সমাধান করুন।
প্রসঙ্গত, ‘ফারাহ জেবিন’, ‘মিসেস সালাম’ এবং ‘আল বিদা’ নামে তিনটি ফেসবুক আইডি থেকে গত বৃহস্পতিবার ও শুক্রবার নিয়োগ ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন আলাপন ফাঁস হয়। অডিওগুলোতে অগ্রিম চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসিকে কথা বলতে শোনা যায়। অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শনিবার থেকে ভিসির কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা।
