|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরও দুই নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। ৪ ও ৫ মার্চ পরিবহণ ও প্রকৌশল অফিসের বিভিন্ন পদের এ নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অধিদপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ইবি ভিসির অডিও ক্লিপ ফাঁসের ঘটনার পর ১৯ ফেব্রুয়ারি তিনটি নিয়োগ বোর্ড স্থগিত করে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- পরিবহণ অফিসের হেলপার পদে এবং ১১ মার্চ প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের নিয়োগ নির্বাচনী বোর্ডসহ ১২ মার্চ পরিবহণ অফিসের ড্রাইভার পদের জব টেস্ট অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ নিয়োগ নির্বাচনি বোর্ডের তারিখ ও সময় জানানো হবে।
