সপরিবারে ক্যাম্পাস ছেড়েছেন ইবি উপাচার্য
ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নিয়োগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের আলাপন ফাঁসের পর আন্দোলন করছেন চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মধ্যে ছুটিতে গেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত কাজে ৯ দিনের ছুটিতে সপরিবারে ক্যাম্পাস ছেড়েছেন উপাচার্য। কাজ শেষে ৪ মার্চ তিনি ফিরবেন।
সম্প্রতি ইবি উপাচার্যের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড, নিয়োগ ও বিশ্ববিদ্যালয় ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন মন্তব্যের আলাপন ফাঁস হয়। আলাপন রেকর্ডারের মাধ্যমে ফাঁস হয়েছে এ ধারনা থেকে রেকর্ডার ডিভাইস খুঁজতে অফিস ও বাসভবনে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব নিয়ে ক্যাম্পাস জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
ইতিমধ্যে উপাচার্যকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে কার্যালয়ে তারা ঝুলিয়ে আন্দোলন করছেন চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার নিয়োগ সংক্রান্ত আলাপনের ফাঁস হওয়া অডিও প্রশাসন ভবনের সামনে মাইকে বাজিয়ে আন্দোলন করেছে তারা। একইসঙ্গে কার্যালয়ের সামনে ব্যানার ঝুলিয়ে উপাচার্য বিরোধী বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন চাকরিপ্রত্যাশীরা।
অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর থেকে টানা তৃতীয় কার্যদিবস অফিসে আসেননি উপাচার্য। ফলে তালাবদ্ধ রয়েছে কার্যালয়। বাসভবনে থেকে অফিস করছেন বলে জানান একান্ত সহকারী।
এদিকে আন্দোনকারীদের সঙ্গে বাসভবনে ২১ ও ২২ ফেব্রুয়ারি দুই দফা আলোচনা করেও সমঝোতায় আসতে পারেনি কর্তৃপক্ষ।
একান্ত সচিবকে অব্যাহতি দিয়ে উপাচার্যের ক্যাম্পাস ছাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে নানা সমালোচনা। রাতে এ আদেশের পর সকাল ৮টার দিকে সপরিবারে বাংলো ত্যাগ করা নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম যুগান্তরকে বলেন, এটা আমার আগে থেকেই সিডিউল করা ছিল। পারিবারিক কাজে ছুটিতে এসেছি, এর বাইরে কিছুই না। আগামী সপ্তাহে ডাক্তারের চেম্বারে যেতে হবে। এছাড়া ইউজিসিতে আমাদের কিছু কাজ আছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং ট্রেজারারও আসবেন। কাজ শেষে আগামী ৪ মার্চ ক্যাম্পাসে ফিরব।
প্রসঙ্গত, এর আগে কয়েক দফায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও চাকরী প্রত্যাশী ছাত্রলীগ নেতাকর্মীরা উপাচার্যের একান্ত সচিবের বিরুদ্ধে আন্দোলন ও পদত্যাগ দাবি করেন। ১৭ সেপ্টেম্বর দৈনিক মজুরভিত্তিক কর্মচারী ও চাকরি প্রত্যাশী ছাত্রলীগ নেতাকর্মীরা উপাচার্যের একান্ত সচিব আয়ূব আলীর কার্যালয় ভাঙচুর করেন। এ সময় তাদের দ্বারা হেনস্তার শিকার হন আইয়ুব আলী।
এ ঘটনায় তিনি ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর আগে ১৪ সেপ্টেম্বর মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি করতে গিয়ে আয়ূব আলীর পদত্যাগ চেয়ে বসেন ইবি শাখা ছাত্রলীগ নেতারা।
