|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের একান্ত সচিবকে (পিএস) অব্যাহতি দেওয়া হয়েছে। তার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন আয়ূব আলী।
বুধবার রাতে উপাচার্যের নির্দেশের পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
সম্প্রতি ইবি উপাচার্যের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড, নিয়োগ ও বিশ্ববিদ্যালয় ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন মন্তব্যের আলাপন ফাঁস হয়। উপাচার্যকে দূর্নীতিবাজ আখ্যা দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার নিয়োগ সংক্রান্ত আলাপনের ফাঁস হওয়া অডিও প্রশাসন ভবনের সামনে মাইক বাজিয়ে আন্দোলন করেছে তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ভিসি স্যার বুধবার রাতে আমাকে ডেকেছিলেন কিন্তু শরীর খারাপ থাকায় আমি যেতে পারিনি। তাই সকালে এসে অব্যাহতির আদেশপত্র প্রস্তুত করেছি। এখানে ভিসি স্যার শুধু তাকে অব্যাহতি দেওয়ার কথা বলেছেন, কোনো কারণ জানাননি।
এ বিষয়ে উপাচার্যের একান্ত সচিব আয়ূব আলীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
