Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীদের মাদক ও সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট না হওয়ার আহ্বান বিজিবি মহাপরিচালকের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২০ পিএম

শিক্ষার্থীদের মাদক ও সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট না হওয়ার আহ্বান বিজিবি মহাপরিচালকের

শিক্ষার্থীরা মাদক এবং সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট না হয় সেদিকে অভিভাবকদের লক্ষ রাখতে হবে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। 

তিনি বলেন, খেলাধুলা করলে একটি নিয়মের মধ্যে আসা যায়। শরীর ভালো থাকে। তাই সময় পেলেই মাঠে এসে শিক্ষার্থীদের খেলাধুলা করতে হবে। 

সোমবার পিলখানায় ক্রীড়া বোর্ড মাঠে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে মনোয়ারা নাজমুল, বিজিবি’র  অতিরিক্ত মহাপরিচালক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি  ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব মো.  কর্নেল মো. আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও মানসিক বিকাশ অর্জন করতে পারে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকার অঙ্গীকারে ঐক্যবদ্ধ হতে হবে।  দেশ ও জনগণ এবং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতায় প্রায় চার হাজার শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল হাউস চ্যাম্পিয়ন এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হাউজ রানার আপ হয়। 

শিক্ষার্থী মাদক সোশ্যাল মিডিয়া বিজিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম