Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ইবিতে ছাত্রী নির্যাতন: আদালতের নির্দেশে প্রভোস্টকে প্রত্যাহার

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১০:৩২ পিএম

ইবিতে ছাত্রী নির্যাতন: আদালতের নির্দেশে প্রভোস্টকে প্রত্যাহার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে এক নবীন ছাত্রীকে পাশবিক নির্যাতনের ঘটনায় আদালতের নির্দেশে হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনাটি নিয়ে দুটি তদন্ত প্রতিবেদন দাখিলের পর বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কয়েক দফা নির্দেশসহ আদেশ দেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তারা হলেন- পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, চারুকলা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ইসরাত জাহান মীম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান।

আদালত বলেছেন, তদন্ত প্রতিবেদনগুলোর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়টির আইন ও বিধিবিধান অনুসারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত না আসা পর্যন্ত পাঁচ শিক্ষার্থীকে সব ধরনের শিক্ষার কার্যক্রম থেকে ‘সাসপেন্ড’ করতে এবং ক্যাম্পাসের বাইরে রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হলো। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শৃঙ্খলাবিষয়ক কার্যধারার প্রয়োজনে তাদের ডাকা যাবে।

হাইকোর্টের নির্দেশনাসহ সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর বলেন, আমাদের কাছে হাইকোর্টের কিছু নির্দেশনা এসেছে। দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলমকে দ্রুত প্রত্যাহার করতে বলেছেন। আমরা ইতোমধ্যে তাকে প্রভোস্টের পদ থেকে প্রত্যাহার করে নিয়েছি। ভিসির নির্দেশে এটি করা হয়েছে। হাউজ টিউটরদের মধ্যে থেকে সিনিয়র প্রফেসর ড. আহসানুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। ভিসি আসলে প্রভোস্ট নিয়োগ দেওয়া হবে।

ফুলপরীর নিরাপত্তার নিয়ে আদালতের নির্দেশনার বিষয়ে তিনি বলেন, ফুলপরী যাতে নির্বিঘ্নে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। তার সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চিতের বিষয়ে রেজিস্ট্রার ও ছাত্র উপদেষ্টাকে বলে দেওয়া হয়েছে। সে নিরাপত্তায় থাকবে। সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ফুলপরীকে তিন দিনের মধ্যে তার পছন্দ মতো হলে সিট দেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যে আদেশ দেওয়া হয়েছে ফুলপরী যে হলে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করবে সে হলেই থাকবে। তার সঙ্গে যোগাযোগ করে যে হলে থাকতে চায় সংশ্লিষ্ট হল প্রভোস্টের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর বলেন, অভিযুক্ত ছাত্রীদের বিষয়ে হাইকোর্ট থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত এসেছে। আমরা ইতোমধ্যে তাদের হল থেকে বহিষ্কার করেছি। তারা সবাই হল ছেড়ে দিয়েছেন। শনিবার দুপুর ১২টায় শৃঙ্খলা কমিটির মিটিং রয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা ও আদালতের নির্দেশনা পর্যালোচনা করে জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম