ইবি ভিসির অডিও ফাঁস: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসির নিয়োগ ও শিক্ষকদের সম্পর্কে বিরূপ মন্তব্যের অডিও ফাঁসের ঘটনায় আচার্য, প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসিসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণপূর্বক শিক্ষক সমিতিকে সম্পৃক্ত করে ‘অস্বস্তিকর অবস্থা’ থেকে পরিত্রাণের জন্য পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা। একইসঙ্গে এ ঘটনায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছে ফোরামটি।
সংগঠনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ভিসিকে লিখিতভাবে তার অবস্থান পরিষ্কার করতে হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও ক্লিপ ধারণের উৎস উদঘাটন করতে ভিসিকে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।
প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি থেকে পরপর কয়েক দিনে ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে কয়েকটি ফেসবুক আইডি থেকে ভিসির অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ইবি থানায় সাধারণ ডায়েরি করেন ভিসি। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১৮, ২০ ও ২২ ফেব্রুয়ারি ভিসির অপসারণের দাবিতে তার কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। একই সঙ্গে অডিও ধারণের গোপন ডিভাইসের খোঁজে কার্যালয় ও বাসভবনে তল্লাশি চালানো হয়। স্থগিত হয় পাঁচটি নিয়োগ নির্বাচনী বোর্ড। ২৩ ফেব্রুয়ারি ভিসির একান্ত সচিবকে অব্যাহতি দিয়ে ছুটিতে চলে যান ভিসি।
