Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ০৯:৫৭ পিএম

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এসএম মাসুদ পারভেজ। 

জানতে চাইলে তিনি বলেন, শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হন। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল জাহেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে চিকিৎসাধীন।

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম