Logo
Logo
×

শিক্ষাঙ্গন

স্মার্ট বাংলাদেশের অনিবার্য পূর্বশর্ত স্মার্ট নারী: স্পিকার

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০৭:০২ পিএম

স্মার্ট বাংলাদেশের অনিবার্য পূর্বশর্ত স্মার্ট নারী: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মন্তব্য করেছেন, স্মার্ট বাংলাদেশের অনিবার্য পূর্বশর্ত স্মার্ট নারী। এজন্যই আমাদের নারী অধিকারকে পূর্ণতা দিতে হবে। 

মঙ্গলবার বিকাল ৩টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভলপমেন্ট স্টাডিজের আয়োজিত Digital Innovation and Technology For Gender Equality শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নারী অধিকার প্রতিষ্ঠা, আন্দোলন, সংগ্রামের মধ্যে দিয়ে নারী সমাজ আজকে এতদূর এগিয়ে গিয়েছে। এখনো বিশ্বের কোনো না কোনো জায়গায় নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। 

এ নির্যাতন প্রতিরোধে আমাদের কাজ করতে হবে। কারণ নারী হচ্ছেন মা। নারীরাই পরিবারের ভালোমন্দ সব খেয়াল রাখেন। প্রতিদিনের খাবার তৈরি থেকে বাজেট ম্যানেজমেন্টও করতে হয় নারীকেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর জন্য যথাযথ পরিবেশ প্রদানের জন্য সচেষ্ট আছেন। স্থানীয় সরকারে নারীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসেবে নারীর অধিকার নিশ্চিত হয়েছে। আজকের বিশ্ব অনেক বেশি আন্তঃসম্পর্কিত। এই বিশ্বে আমরা পুরোপুরি প্রযুক্তিনির্ভর হয়ে এর মধ্যে আটকে পড়েছি। 

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়- পুরো পৃথিবীর কোনো স্থানই শতভাগ নারীবান্ধব হিসেবে গড়ে উঠতে পারেনি। 

সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদের ডিন ড. হাফিজ মো. হাসান বাবু। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকলস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারীসহ অতিথিরা।    


 

নারী স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম