এইচএসসি পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ পেল ১৩৪ শিক্ষার্থী
যুগান্তর প্রতিবেদন
১০ মার্চ ২০২৩, ১১:৪৩:৪৯ | অনলাইন সংস্করণ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার এইচএসসি-২০২২ পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ ফলাফল প্রকাশিত হয়েছে।
শুক্রবার সকালে এ ফল প্রকাশিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের কম্পিউটার সেলের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল করিম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর ৩১ হাজার ৫৭৪ শিক্ষার্থী একলাখ চার হাজার ৬৬৬টি খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করে। এতে ৯২৩টি খাতার ফল পরিবর্তন হয়ে ৯১৩ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়। এদিকে অকৃতকার্য থেকে পাশ করেছে ১৪৫ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন শিক্ষার্থী।
প্রসঙ্গত এইচএসসি-২০২২ সালের ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন প্রক্রিয়া শুরু হয় ৯ ফেব্রুয়ারি। আবেদনের শেষ সময় ছিল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এইচএসসি পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ পেল ১৩৪ শিক্ষার্থী
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার এইচএসসি-২০২২ পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ ফলাফল প্রকাশিত হয়েছে।
শুক্রবার সকালে এ ফল প্রকাশিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের কম্পিউটার সেলের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল করিম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর ৩১ হাজার ৫৭৪ শিক্ষার্থী একলাখ চার হাজার ৬৬৬টি খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করে। এতে ৯২৩টি খাতার ফল পরিবর্তন হয়ে ৯১৩ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়। এদিকে অকৃতকার্য থেকে পাশ করেছে ১৪৫ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন শিক্ষার্থী।
প্রসঙ্গত এইচএসসি-২০২২ সালের ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন প্রক্রিয়া শুরু হয় ৯ ফেব্রুয়ারি। আবেদনের শেষ সময় ছিল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।